কৃষক ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সুষম সার ব্যবহারের লক্ষ্যে মৃত্তিকা তথ্য প্রযুক্তি, মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ উপজেলা হলরুমে উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে সঙঘটিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রায় ২৫জন কৃষক এবঙ শমশেরনগর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ (প্রদীপ চন্দ্র দাস ও সাইমিন আরা পারভীন) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কিভাবে মাটি সংগ্রহ ও পরীক্ষা করতে হয় এবং ইন্টারনেটের মাধ্যমে ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে কিভাবে সার সুপারিশ করা যায় সে সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস