কমলগঞ্জ উপজেলাধীন ৪নং শমসেরনগর উইনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ডের বড়চেগ গ্রাম কয়েকটি জনবহুল এলাকার কেন্দ্রস্থল।
কমলগঞ্জ উপজেলাধীন ৪নং শমসেরনগর উইনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ডের বড়চেগ গ্রাম কয়েকটি জনবহুল এলাকার কেন্দ্রস্থল। যাহা উপজেলা সড়ক সংলগ্ন শমসেরনগর বাজার হইতে অর্ধ কি:মি দক্ষিণে অবস্থিত।
উক্ত এলাকায় ২০০১ খ্রি: বিশিষ্ট শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিবর্গ জনাব টনু মিয়া, অধ্যাপক ইলিয়াস রেজাব উল্ল্যাহর উত্তরসূরী মোট-১০১ শতাংশ ভূমি নিয়ে মাদ্রাসাটি অবস্থিত।০১-০১-২০১০ সালে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বোর্ডের নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারী নিয়োগ, মাদ্রাসা পরিচালনার জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত একটি নির্বাহী কমিটি রয়েছে। পাশাপাশি একটি অনুমোদিত পি.টি.এ কমিটি রয়েছে। কর্তৃপক্ষের সুষ্ঠু পরিচালনায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে।
শেণী ভিত্তিক ছাত্র/ছাত্রী সংখ্যা:- ২০১৩ সাল
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ম শ্রেণী | ১৩ | ১২ | ২৫ |
২য় শ্রেণী | ১৩ | ১৭ | ৩০ |
৩য় শ্রেণী | ১৭ | ১৩ | ৩০ |
৪র্খ শ্রেণী | ১৯ | ১৩ | ৪২ |
৫ম শ্রেণী | ১৪ | ২৮ | ৪২ |
৬ষ্ঠ শ্রেণী | ১৬ | ২০ | ৩৬ |
৭ম শ্রেণী | ২৫ | ০৮ | ৩৩ |
৮ম শ্রেণী | ৩৪ | ১৫ | ৪৯ |
৯ম শ্রেণী | ১৬ | ১৪ | ৩০ |
১০ম শ্রেণী | ১৫ | ১৮ | ৩৩ |
সর্বমোট | ১৮২ | ১৫৮ | ৩৪০ |
মাদ্রাসার পরিচালনা কমিঠির নামের তালিকাঃ
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
০১ | আব্দুল মালিক বাবুল | সভাপতি | এইচ,এস,সি |
০২ | আব্দুল বারী মনন | অভিভাবক সদস্য | বি,এ |
০৩ | আব্দুল খালিক | অভিভাবক সদস্য |
|
০৪ | মাহবুব হাসান হারেজ | দাতা সদস্য | এস,এস,সি |
০৫ | মোহাম্মদ তাজুল ইসলাম | সম্পাদক/সুপার | কামিল |
সমাপনী পরীক্ষা- ২০১১ সাল:
শ্রেণী | পরীক্ষার্খীর সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার |
৫ম | ২৫ | ২৫ | ১০০% |
৮ম | ৩৩ | ৩৩ | ১০০% |
সমাপনী পরীক্ষা- ২০১২সাল:
শ্রেণী | পরীক্ষার্খীর সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার |
৫ম | ২৮ | ২৮ | ১০০% |
৮ম | ৪০ | ৪০ | ১০০% |
দাখিল | ২২ | ২১ |
|
সমাপনী পরীক্ষা- ২০১৩সাল:
শ্রেণী | পরীক্ষার্খী | উত্তীর্ণ | পাশের হার |
দাখিল | ১২ | ০৬ | ৫০% |
শিক্ষাবৃত্তি তথ্য সমূহ:
২০১২ সালে জে.ডি.সি পরীক্ষায়A+একটি।
২০১২ সালে দাখিল পরীক্ষায় A+দুটি।
অর্জন : বৃত্তি
মাদ্রাসাটি ২০১২ ইং সালে জে.ডি.সি পরীক্ষায়একটিA+সহ মোট মেধা বৃত্তি দুই সাধারণ বৃত্তি একটি মোট ৩ টি বৃত্তি লাভ করে।
মাদ্রাসাটি ২০১১ইং সালে জে.ডি.সি পরীক্ষায়একটিমেধা বৃত্তি ও দুটি সাধারণ বৃত্তি সহ মোট তিনটি বৃত্তি লাভ করে।
ভবিষ্যৎপরিকল্পনা:-
অত্র মাদ্রাসাটি দাখিল (এম.পি.ও) ভূক্তি সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ সহ, আলিম মাদ্রাসায় উন্নীত সহ এতিমখানা, ছাত্রাবাস নির্মাণ করার লক্ষ্যে ইতিমধ্যে একটি তিন তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। যার প্রাক্কলিত ব্যায় =৫০,০০০০/- (পঞ্চাশ লক্ষ টাকা) ধরা হয়েছে।
এ বিশাল দায়িত্বকে তার লক্ষ স্থলে পৌছাতে শুধু এলাকাবাসীর চেষ্টাই যথেষ্ট নহে। স্থানীয় এমপি মহোদয় সহ সরকারীভাবে সদয় বিবেচনা ও গুরুত্বারোপ অতীব জরুরী।
যোগাযোগ:
উপজেলা হইতে বাসযোগে শমসেরনগর সড়ক সংলগ্ন স্থানে বড়চেগ সুন্নীয়া দাখিল মাদ্রাসাটি অবস্থিত।
০১৭১৭-০২০৬১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস